সংশোধনাগারে থাকা বন্দি ও তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা ব্যক্তিদের আধার কার্ড যাচাই করতে হবে। এমনই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই নিয়ম মানতে হবে। শুধু তাই নয়, সব তথ্য ন্যাশনাল ইনফর্মেশন সেন্টার ই প্রিজনারস-এ নথিভুক্তও থাকবে। অর্থাৎ সব তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক হাতে পাবে।
এমনি সংশোধনাগারে নতুন কোনও বন্দি এলে তাঁর যাবতীয় পরিচয়পত্র খতিয়ে দেখা হয়। এবার নতুন নিয়মে বন্দির আধার নম্বর যাচাই করাও বাধ্যতামূলক হবে। রাজ্যের কারা দফতরগুলিকে এমনই নির্দেশ দিয়েছে কেন্দ্র।
বিভিন্ন রাজ্য থেকে একই অভিযোগ পাওয়ার পর সাক্ষাৎপ্রার্থীদের আধার কার্ডের সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে কেন্দ্র। দেশের বিভিন্ন জেলে বহু বিদেশি নাগরিকও বন্দি আছে। তাঁদের সঙ্গে জেলে সাক্ষাৎ করতে আসা ব্যক্তিদের সঙ্গে মাদক পাচার চক্রও সক্রিয় বলে জানতে পেরেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।