মহারাষ্ট্রের পালঘরে পথ দুর্ঘটনায় প্রয়াত টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্য়ান সাইরাস মিস্ত্রি। এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্র সরকারা। রাজ্যের উপ-মুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস এই ব্যাপারে পুলিশ দ্রুত রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন। রবিবার দুপুর সোয়া তিনটে নাগাদ আহমেদাবাদ থেকে ফেরার পথে পালঘরের একটি নদীর সেতুর উপর সাইরাসের গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। প্রাথমিক ভাবে একথা জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ। ঘটনাস্থল থেকে ৫৪ বছরের সাইরাসকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
যদিও রাত পর্যন্ত এই ঘটনায় কোনও সন্দেহজনক বিষয় এখনও খুঁজে পাওয়া যায়নি বলেই দাবি মহারাষ্ট্র পুলিশের। তবুও তারা বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে বলেই জানা গিয়েছে। সাইরাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাইরাসের মৃত্যুতে শোকাহত ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাও।
২০০৬ সালে টাটা সন্সের বোর্ডের যোগ দিয়েছিলেন সাইরাস। ২০১২ সালে রতন টাটা পরবর্তী সময়ে টাটা সন্সের চেয়ারম্য়ান হন সাইরাস মিস্ত্রি। ২০১৬ পর্যন্ত চেয়ারম্যান পদে ছিলেন সাইরাস। ওই বছরেই টাটা সন্স বোর্ড তাঁকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নটরাজন চন্দ্রশেখরনকে সেই দায়িত্ব দেয়।