বিয়ে হয়েছে প্রায় তিন বছর হয়ে গেল। আর তিন বছরে সুখ নয়, বরং দিনের পর দিন বেড়েছে অত্যাচারের মাত্রা। কারণ, আরও পণ (Dowry) চাই। বাপের বাড়ি থেকে সেই টাকা আনতে হবে। আর এনে তুলে দিতে হবে স্বামীর হাতে। প্রথম থেকেই মেয়েটা রুখে দাঁড়িয়েছিল। তাই মানসিকচাপের সঙ্গে শারীরিক অত্যাচার সহ্য করতে হয়েছিল তাঁকে। কিন্তু এবার মাত্রা আর বেড়ে গেল। রাজস্থানের (Rajasthan) ভরতপুরে (Bharatpur) স্বামীর বিরুদ্ধে গণধর্ষণের (Gangrape) অভিযোগ দায়ের করলেন মহিলা। একইসঙ্গে অভিযোগ করা হয়েছে, পণের টাকা না আনলে গণধর্ষণের এই ভিডিও আপলোড করা হবে সোশাল সাইট (Social Medium) এবং পর্ণ সাইটে (Porn site) বলেও হুমকি দিয়েছেন তাঁর স্বামী।
নির্যাতিতার অভিযোগ, পণের জন্য বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে নানা ভাবে হেনস্থা করতেন। তাঁর বাপেরবাড়ির লোকেরা সেই টাকা না দিতে পারায় স্বামী দুই আত্মীয়কে দিয়ে গণধর্ষণ করায়। সেই ঘটনার ভিডিও করা হয়। তাঁর স্বামী হুমকি দিয়েছেন, যদি পণের টাকা না পান তা হলে এই ভিডিও পর্ন সাইট এবং সোশাল সাইটে আপলোড করবেন। এমনকি এই ভিডিও তাঁর বাপের বাড়ির লোকেদের দেখিয়ে টাকা আদায় করবেন বলেও হুমকি দেন বলে অভিযোগ।
নির্যাতিতার আরও অভিযোগ, ভিডিওটি ইতিমধ্যেই সোশাল সাইটে আপলোড করেছেন তাঁর স্বামী। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখছে তারা।