হাতে আর মাত্র ৫ দিন । রামমন্দিরের উদ্বোধন এখন শুধু সময়ের অপেক্ষা । এদিকে, রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যেই নানারকম আচার-অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে অযোধ্যায় । জানা গিয়েছে, বুধবারই রামের মূর্তি অযোধ্যার নবনির্মিত মন্দিরে আনা হবে । আগামী ১৮ জানুয়ারি শ্রী রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা করা হবে মন্দিরের গর্ভগৃহে ।
রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানা গিয়েছে, এদিন মন্দিরে রামের মূর্তি নিয়ে আসা হবে । দুপুর ১টা ২০ মিনিট থেকে জলযাত্রা, তীর্থ পুজো, ব্রাহ্মণ-বটুক-কুমারী-শুভাসিনী পুজো করা হবে । কলসযাত্রার পর মন্দির চত্বরেই রামের মূর্তি নিয়ে প্রদক্ষিণ করা হবে ।
এদিকে, রামমূর্তির 'প্রাণ প্রতিষ্ঠা' উপলক্ষে ১১ দিনের উপবাস শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । জানা গিয়েছে শুক্রবার থেকে তিনি একবেলা খাবার খাবেন এবং মাটিতে শোবেন।
উল্লেখ্য, ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের পর রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । যে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে, তার ওজন মোটামুটি ১৫০ থেকে ২০০ কেজি ৷ ইতিমধ্যেই প্রাণ-প্রতিষ্ঠার আচার-অনুষ্ঠান ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে । তা ২১ জানুয়ারি পর্যন্ত চলবে ।