টানা ৩ দিন ধরে বিবিসি সংবাদমাধ্যমের অফিসে আয়কর বিভাগের সমীক্ষা। মঙ্গলবার সকালে প্রথম বিবিসি সংবাদমাধ্যমের (BBC Office) দিল্লি ও মুম্বইয়ের অফিসে আসেন আয়কর বিভাগের কর্তারা (Income Tax Department0। বৃহস্পতিবারও সেই সমীক্ষা জারি রয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, আয়কর বিভাগের আধিকারিকরা, গত তিন দিন ধরে সংস্থার আর্থিক লেনদেন সংক্রান্ত নথি সংগ্রহ করছেন। সংস্থার উপার্জন সংক্রান্ত যাবতীয় তথ্যের কপিও তৈরি করেছেন। বিবিসি-র কর্মীদের মোবাইল ও ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও ব্রডকাস্টিংয়ের কাজ চালু রাখতে বলা হয়েছে। ব্রডকাস্টিংয়ে যুক্ত নন, এমন কর্মীদের আপাতত বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ত্রিপুরায় আক্রান্ত সিপিএম নেতা, ভোটারদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
আয়কর বিভাগের সমীক্ষা নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করেছে ভারতের নিউজ ব্রডকাস্টার্স ও ডিজিটাল অ্যাসোসিয়েশন। ঘটনায় নিন্দাপ্রকাশ করেছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। গত মাসে গ্রেট ব্রিটেনে 'ইন্ডিয়া, দা মোদি কোয়েশ্চেন' নামে প্রধানমন্ত্রীর উপর তৈরি তথ্যচিত্র সম্প্রচার করে বিবিসি।