ভোটমুখী ভারতে দেশবাসীকে স্বস্তি দিলেন নির্মলা। বুধবার লোকসভা ভোটের আগে মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন সীতারমণ। নিজের অর্থ-পরীক্ষায় এদিন সংসদে বাজেট পেশ করে তিনি জানিয়েছেন, এবার থেকে যাঁদের সাত লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়, তাঁদের আয়কর দিতে হবে না। এতদিন এই আয়কর ছাড়ের মাত্রা ছিল পাঁচ লক্ষ টাকা।
বুধবার সংসদের কেন্দ্রীয় বাজেটে আর সব কিছুর পাশাপাশি সবার নজর ছিল আয়কর ছাড়ের উপরেই। কারণ, গত কয়েক বছর ধরে আয়করের স্ল্যাভ একই রাখা হয়েছিল। পরের বছরই দেশে লোকসভা নির্বাচন। বাজেট পেশের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত দিয়েছিলেন দেশবাসী আগে। সেকথা মাথায় রেখেই এদিন আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
সীতার অর্থ-পরীক্ষার এই ঘোষণায় নিঃসন্দেহে স্বস্তি দিল দেশবাসীকে। বিশেষ করে, মধ্যবিত্ত চাকুরিজীবীদের কাছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণা যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ হয়ে রইল।