সম্প্রতি ভারত বায়োটেকের নেজাল ভ্যাকসিন 'ইনকোভ্যাক'-কে স্বীকৃতি দিয়েছিল ভারত সরকার। তবে, সেটি দ্বিতীয় বুস্টার ডোজ হিসেবে নেওয়ার বাধ্যবাধকতা নেই বলে জানাচ্ছে এনডিটিভির রিপোর্ট। নিডল ছাড়া যে ভ্যাকসিন দেওয়ার কথা রয়েছে, সেটিকেই প্রথম ডোজ হিসেবে ধরা হবে৷ তবে, ইতিমধ্যেই যাঁরা কোভিডের ডোজ নিয়ে নিয়েছেন, তাঁদের আর ওই বিশেষ ভ্যাকসিনটি লাগবে না।
ভারতের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান ডক্টর এনকে অরোরা জানিয়েছেন এই কথা। ন্যাজাল ভ্যাকসিন-এর কার্যকারিতা প্রসঙ্গে চিকিৎসকরা খুবই আশাবাদী। তাঁরা বলছেন, যেহেতু নাক দিয়ে টানা হবে এই টিকা, তাই এটি খুব সহজেই শ্বাসযন্ত্রের উপর প্রভাব বিস্তার করবে। প্রথমে দু’টি টিকা এবং তার উপর একটি টিকা নেওয়া হয়ে গিয়েছে, তাঁরা আর ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন না।