দেশে বেড়েই চলেছে দৈনিক করোনা সংক্রমণ । বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ২৯২৭ জন । গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন (Covid Deaths) ৩২ জন । একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২,২৫২ জন ।
দেশে বর্তমানে সক্রিয় কোভিড রোগীর (Active Covid-19 Cases) সংখ্যা ১৬,২৭৯ । এখনও পর্যন্ত কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৫ লাখ ২৫ হাজার ৫৬৩ জন । দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে মোট ৪ কোটি ৩০ লাখ ৬৫ হাজার ৪৯৬ । কোভিডে মোট প্রাণ হারিয়েছেন ৫ লাখ ২৩ হাজার ৬৫৪ জন ।
আরও পড়ুন, China H3N8 Bird Flu: এই প্রথম মানব দেহে H3N8 বার্ড ফ্লু ভাইরাস, চিনে আক্রান্ত ৪ বছরের শিশু
গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ২১ লাখ ৯৭ হাজার ৮২ জন । এখনও পর্যন্ত মোট ভ্যাকসিন নিয়েছেন ১৮৮ কোটি ১৯ লাখ ৪০ হাজার ৯৭১ দেশবাসী ।
কোভিডের চতুর্থ ঢেউ নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিনের অধিকাংশ শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। সতর্ক ভারতও । বুধবারই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এই বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে সংশ্লিষ্ট রাজ্য়ের করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইবেন প্রধানমন্ত্রী । তাছাড়া, করোনার চতুর্থ ঢেউ (Corona Fourth Wave) এলে পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায় বা সংক্রমণ নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ করা যায়, সেই বিষয়েও আলোচনা হবে এই বৈঠকে ।