হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। ২০৩ দিন পর শুক্রবার দেশে সর্বোচ্চ আকার নিল কোভিড। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬,০৫০ জন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নতুন সংক্রমণের ৩৮.২ শতাংশই করোনার নতুন প্রজাতি এক্সবিবি.১.১৬ (XBB.1.16)। মূলত দিল্লি-মহারাষ্ট্র-গুজরাটে বেড়েই চলেছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। সুস্থতার হার একটু কমে হয়েছে ৯৮.৭৫ শতাংশ।
বিশেষজ্ঞদের দাবি, এই নয়া ভ্যারিয়ান্ট আদতে করোনা এক্সবিবি (XBB) প্রজাতির পরিবর্তিত (Genetically Mutated) রূপ। ফলে এই প্রজাতিকে ওমিক্রনের এক্সবিবি রূপেরই একটি উপরূপ বলা যেতে পারে। ওমিক্রনের বিভিন্ন উপ-প্রজাতির সঙ্গে এর বেশ মিল রয়েছে।
আরও পড়ুন- Recruitment Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে আর কতদিন স্পিন বোলিং? সিবিআই-কে ভর্ৎসনা বিচারকের