দেশে ৬০০-র গণ্ডি ছাড়াল ওমিক্রন(Omicron) আক্রান্তের সংখ্যা । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত কোভিডের নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন । এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮৬ জন ।
আক্রান্তের নিরিখে ফের শীর্ষে মহারাষ্ট্র(Maharashtra) । এখানে এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১৬৭ জন । এরপরেই রয়েছে দিল্লি(Delhi) । দিল্লিতে ওমিক্রনে আক্রান্ত হয়েছে ১৬৫ জন । দিল্লি পরেই রয়েছে যথাক্রমে কেরালা(Kerala) ও তেলাঙ্গানা(Telengana) ।
এদিকে, সোমবারের তুলনায় মঙ্গলবার দেশে সামান্য কমল দৈনিক করোনা(Coronavirus) আক্রান্তের সংখ্যা । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে নতুন করে কোভিডে(Covid) আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৫৮ জন । গত ২৪ ঘণ্টায় মৃত্যু(Death) হয়েছে ২৯৩ জনের । একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৪৫০ জন ।
আরও পড়ুন, Niti Aayog: স্বাস্থ্যসূচকের শীর্ষে কেরালা, তালিকার একেবারে নীচে উত্তরপ্রদেশ
দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৬৯১ জন । মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৮০ হাজার ২৯০ জনের ।