শুক্রবার দেশের কোভিড গ্রাফ নিম্নমুখী । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে (India) নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affected) হলেন ৬,৬৫০ জন । গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের । সুস্থ হয়ে উঠেছেন ৭,০৫১ জন ।
বর্তমানে দেশে মোট সক্রিয় কোভিড(Active Covid Cases) রোগীর সংখ্যা ৭৭ হাজার ৫১৬ । এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৬২৬ । মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ১৩৩ জনের । এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪২ লক্ষ ১৫ হাজার ৯৭৭ জন ।
আরও পড়ুন, Omicron: রাজ্যে আরও ২ ওমিক্রন আক্রান্তের হদিশ! দু'জনেই বিদেশফেরত
উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন(Omicron) । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ৩৫৮ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন । ইতিমধ্যেই রাজ্যগুলিকে বিশেষ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার ।