দেশে বেড়েই চলেছে ওমিক্রন(Omicron) আক্রান্তের সংখ্যা । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত কোভিডের নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৪১৫ জন । এর মধ্যে সুস্থ হয়েছেন ১১৫ জন ।
ওমিক্রন আতঙ্কের মধ্যে ক্রমশ উর্ধ্বমুখী হচ্ছে দেশের কোভিড গ্রাফ(Covid Graph) । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৮৯ জন । গত ২৪ ঘণ্টায় মৃত্যু(Death) হয়েছে ৩৮৭ জনের । একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ২৮৬ জন ।
আরও পড়ুন, Omicron: ৭০ শতাংশ ওমিক্রন আক্রান্তই উপসর্গহীন, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৭ লাখ ৭৯ হাজার ৮১৫ জন । মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৫২০ জনের । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪২ লাখ ২৩ হাজার ২৬৩ ।
মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি । এখানে আক্রান্তের সংখ্যা ১০৮ জন । এরপরেই রয়েছে দিল্লি । এখনও পর্যন্ত ৭৯ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছে দিল্লিতে ।