চলতি বছরে পৃথিবীর সেরা জায়গা কোনগুলি ? তার তালিকা প্রকাশ করে দিল টাইম ম্যাগাজিন (Time Magazine) । এবার তাদের সমীক্ষায় সেরা ৫০টি জায়গার (World's greatest destination 2023) নাম উঠে এসেছে । সেই তালিকায় ঠাঁই পেয়েছে ভারতের দু'টি জায়গা । তার মধ্যে আবার একটা কলকাতার (Kolkata) খুব কাছেই !
পৃথিবীর সেরা বেড়াতে যাওয়ার জায়গার মধ্যে অন্যতম হল দেশের অন্যতম রাজ্য ওড়িশার ময়ূরভঞ্জ । ৩২ নম্বরে রয়েছে এটি । এটাই পৃথিবীর একমাত্র জায়গা, যেখানে ব্ল্যাক টাইগার দেখা যায় । এছাড়া, বিখ্যাত সিমিলিপাল ন্যাশনাল পার্কেও অনেক কিছু দেখার রয়েছে । হালে এর জনপ্রিয়তা বেড়েছে । এখানে বিদেশি পর্যটকরাও আসেন । অন্যদিকে, ৩১ তম স্থানে রয়েছে ভারতের লাদাখ । এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আকর্ষণ করে পর্যটকদের । টাইমে বলা হয়েছে, আলপাইনের বিষ্ময়কর সৌন্দর্য এবং তিব্বতী-বৌদ্ধ সংস্কৃতি এখানে দেখা যায় । উল্লেখ্য, গত বছর কেরল ও আহমেদাবাদ সেরা বেড়ানোর জায়গায় স্থান করে নিয়েছিল ।
এছাড়া, টাইম ম্যাগাজিনের তালিকায় প্রথমেই রয়েছে ফ্লোরিডার টাম্পা । এরপর রয়েছে ওরেগাঁওয়ের উইলামেটে ভ্যালি, রিও গ্রান্দে, অ্যারিজোনার টাসকন,... ওয়াশিংটন, ভ্যানকোভার, চার্চিল-সহ মোট ৫০টি জায়গা ।