অগ্নিপথ প্রকল্প (Agnipath Project) নিয়ে দেশজুড়ে বিক্ষোভ-আন্দোলন শুরু হয়েছিল। বিভিন্ন রাজ্যে বিক্ষোভে উত্তাল হয়েছিল সাধারণ মানুষ। কিন্তু অগ্নিপথ প্রকল্পে মাত্র ৩ দিনে যে আবেদনপত্র জমা পড়ল, তা দেখে আঁচ পাওয়া গেল, প্রকল্প নিয়ে উৎসাহের কমতি নেই। মাত্র ৩ দিনে জমা পড়েছে ৫৬,৯৬০টি আবেদনপত্র।
ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) অগ্নিপথ প্রকল্পের নিয়োগের প্রক্রিয়া ঘোষণা করা হয়েছিল। মাত্র ৩ হাজার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছিল। ৩ দিনে এই প্রকল্পে জমা পড়েছে ৫৬, ৯৬০টি আবেদনপত্র। এই খবর টুইট করে জানিয়েছে ভারতীয় বায়ুসেনাই। আবেদন করার শেষ তারিখ ৫ জুলাই।
আরও পড়ুন: এয়ারপোর্টে চাকরির সুবর্ণ সুযোগ! ৪০০ শূন্যপদে হবে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
প্রসঙ্গত, মোদী সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে তোলপাড় পড়ে যায় গোটা দেশে। চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়। সেকেন্দ্রাবাদ স্টেশনে পুলিশের গুলিতে মৃত্যু হয় এক বিক্ষোভকারীর। বিহার, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে হিংসাত্মক আন্দোলন হয়। আন্দোলনের ঝাঁঝ কমাতে বিধি শিথিলের পথে হাঁটে কেন্দ্র। তারপরও বিক্ষোভ থামেনি। এবার অগ্নিপথ প্রকল্পে আবেদনপত্রের সংখ্যা প্রকাশ্যে আনল ভারতীয় বায়ুসেনা।