আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমলেও ভারতে এখনও সংস্থাগুলি তেলের দাম কমায়নি। এবার দাম নিয়ন্ত্রণে লিটারে ১০ টাকা কমানোর নির্দেশ দিল কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। পাশাপাশি একটি নির্দিষ্ট ব্র্যান্ডের ভোজ্য তেলের দাম সারা দেশের সর্বত্র যাতে এক থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মন্ত্রকের সচিব সুধাংশু পান্ডে।
গত মাসে একাধিক ভোজ্য তেল সংস্থা তাদের তেলের দাম লিটারে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত কমিয়েছিল। কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম আরও কমেছে। ফলে আবার নতুন করে দাম কমানোর নির্দেশিকা জারি হল।
আরও পড়ুন- Mahua Moitra Controversy Row: মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর মধ্যপ্রদেশে, পাশে শশী থারুর
বুধবারই ভোজ্য তেল প্রস্তুতকারক সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। বৈঠক শেষে মন্ত্রকের সচিব ঘোষণা করেন, এক সপ্তাহের মধ্যে ভোজ্য তেলের বিক্রয় মূল্য লিটারে ১০ টাকা কমাতে হবে এবং একই ব্র্যান্ডের ভোজ্য তেলের দাম সারা দেশে এক রাখতে হবে।