এবার চালকহীন ট্রেন চালানোর উদ্যোগ নিল ভারতীয় রেল। অবিশ্বাস্য হলেও সত্যি। ইতিমধ্যেই মেট্রোতে এই সুবিধা রয়েছে। এবার সেই পথেই হাঁটতে শুরু করেছে রেল দফতর। ইতিমধ্যেই ভারত ইলেকট্রনিকস লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে দিল্লি মেট্রো। দেশীয় পদ্ধতিতেই এই ট্রেন চালানো হবে বলেই জানানো হয়েছে রেলের তরফে।
জানা গিয়েছে, এর জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম বা আই-সিবিটিসি। ভারতে এর আগে কোথাও এই সিস্টেম চালু হয়নি। এবার সেই উদ্যোগে হাত দিতে চলেছে বিইএল এবং ডিএমআরসি। তবে এই দুই সংস্থা কাজ করলেও সঙ্গে থাকছে কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রক। প্রসঙ্গত, বর্তমানে কলকাতা মেট্রোয় যে ট্রেনগুলি চলে, তা চালকহীনভাবেও চালানো যায়। তবে যাত্রীস্বার্থে বর্তমানে চালক দিয়েই মেট্রো চালানো হয় কলকাতায়।
আরও পড়ুন- SSC Scam: সিজিও কমপ্লেক্সে তলব পার্থর আপ্ত-সহায়ককে, সুকান্ত আচার্যকে জেরা কেন্দ্রীয় গোয়েন্দাদের
ভারতীয় রেল সূত্রে খবর, খুব দ্রুত এই ব্যবস্থা কার্যকর করতে উদ্যোগী হয়েছে তারা। জানা গিয়েছে, এই পদ্ধতিতে রেডিয়ো কমিউনিকেশনের মাধ্যমে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিশ্বের দ্বিতীয় রেলপথ হিসেবে খ্যাত ভারতীয় রেলপথের মুকুটে আরও এক পালকের সংযুক্তি এখন শুধু সময়ের অপেক্ষা।