বেশ কয়েক সপ্তাহের টানাপড়েনের পর ইউক্রেনের (Ukraine crisis) সুমি শহরে আটকা পড়া অসংখ্য ভারতীয় পড়ুয়ারা (Indian students stranded in Ukraine) অবশেষে ১১ মার্চ দেশে ফিরতে আরম্ভ করলেন। দিল্লি বিমানবন্দর (Delhi airport) সাক্ষী রইল অজস্র আবেগতাড়িত মুহূর্তের।
রুশবাহিনী (Russian force) ক্রমশ সুমি শহরটিকে ঘিরে ফেলায়, সেখানকার বাসিন্দাদের শহর থেকে বের করে আনা একপ্রকার অসম্ভব হয়ে উঠেছিল।
আরও পড়ুন: প্রকাশ্যে 'বেলাশুরু' ছবিতে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের প্রথম লুক
সুমিতে আটকা পড়া ভারতীয় পড়ুয়াদের (Indian students in Ukraine) একের পর এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral video) হওয়ার পর তাঁদের পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করা হয়েছিল সব মহল থেকেই। ভিডিয়োগুলিতে উঠে এসেছিল, কীভাবে বরফকে তিলে তিলে গলিয়ে গলিয়ে জল খাচ্ছেন তাঁরা। উঠে এসেছিল, যুদ্ধের কারণে খাদ্য, পানীয় সহ সবকিছুই অপ্রতুল হয়ে পড়ার মর্মান্তিক দৃশ্য।
ভারত সরকারের (Indian government) পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, প্রায় ৭০০ পড়ুয়া আটকে রয়েছেন সুমিতে। অপারেশন গঙ্গা'র (Operation Ganga) অন্যতম প্রধান লক্ষ্য ছিল, তাঁদের নিরাপদে দেশে ফেরানো। সেই উদ্দেশ্য সফল হওয়ায় খুশির হাওয়া চারদিকে।