অবশেষে স্বাভাবিক হচ্ছে ভারতের আন্তর্জাতিক উড়ান পরিষেবা (International Flight)। এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের(DGCA) তরফে। আগামী ২৭ মার্চ থেকেই শুরু হবে স্বাভাবিক পরিষেবা।
২০২০ সালের ২৩ মার্চ থেকেই ভারতের সঙ্গে বিদেশের বিমান যোগাযোগ বন্ধ হয়ে যায়। করোনা পরিস্থিতিতে বেশ কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ‘এয়ার বাবল’ চুক্তির (Air Bubble) মাধ্যমে সীমিত সংখ্যক বিমান চলাচল শুরু হয়। এর মাঝে আন্তর্জাতিক উড়ান পরিষেবা স্বাভাবিক হতে পারে বলে জানা গিয়েছিল। কিন্তু ওমিক্রনের(Omicron) দাপটে আবার তা পিছিয়ে যায়। অবশেষে এবার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার ঘোষণা করল কেন্দ্র।
আরও পড়ুন- Ukraine Crisis: এখনও চোখে-মুখে স্পষ্ট আতঙ্ক, ইউক্রেন থেকে বাড়ি ফিরল ডায়মণ্ড হারবারের পিয়াস
উল্লেখ্য, করোনার(Coronavirus) দৈনিক সংক্রমণ নেমে দাঁড়িয়েছে ৪ হাজারের নিচে। কমেছে অ্যাকটিভ কেসও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় প্রায় সব রাজ্যেই শিথিল হচ্ছে বিধিনিষেধ। এবার স্বাভাবিক হতে চলেছে আন্তর্জাতিক উড়ান পরিষেবা(International Flight Service)।