প্রথমে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লেও তা সারিয়ে সফলভাবে উৎক্ষেপন করল গগনযান মিশনের TV-D1 ফ্লাইট। ওই যানে রয়েছে ক্রু মডিউল এবং ক্রু এসকেপ মডিউল। প্রথমবার উৎক্ষেপনের ৫ সেকেন্ড আগে ইগনাইশেনের সমস্যা ধরা পড়ে। সেই ত্রুটি সারিয়ে সকাল ১০টা নাগাদ শ্রীহরিকোটা থেকে সফলভাবে উৎক্ষেপন করে।
২০২৫ সালে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে ISRO-র। তাদের তরফে জানানো হয়েছে মূল মিশনের আগে এটি একপ্রকার মহড়া। পরীক্ষামূলক এই ফ্লাইটটি মাটি থেকে ১৭ কিলোমিটার উপরে ওঠে। তারপর মূল যান থেকে আলাদা হয়ে যায় ক্রু মডিউল। সেখান থেকে বঙ্গোপসাগরে নামিয়ে আনা হয়।
সপ্তমীতেই আরও এক ইতিহাস তৈরির প্রথম ধাপ, ইসরোর গগনযান কখন উড়বে মহাকাশে?
দেশিয় প্রযুক্তিতে তৈরি মহাকাশযানে চাপিয়ে মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর পরিকল্পনা করেছে ISRO। ওই অভিযানের নাম দেওয়া হয়েছে গগনযান অভিযান।