G20 সম্মেলনে যোগ দিতে আগামী ৭ সেপ্টেম্বর ভারতে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রশাসন সূত্রে বাইডেনের সফরসূচির ইঙ্গিত পাওয়া গেছে।
এবার G20 সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান। সেখানে যোগ দিতেই দিল্লি আসছেন জো বাইডেন। ওই বৈঠকের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকও হতে পারে তাঁর।
Read More- স্কুলের মধ্যে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, উত্তপ্ত মালদার মোথাবাড়ি
এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তন থেকে সন্ত্রাসবাদ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চিনের প্রেসিডেন্ট শি-জিংপিংও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। তাঁর সঙ্গেও আলাদা করে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর। ফলে এবারের জি ২০ সম্মেলন ভারতের জন্য আলাদা করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।