বুধবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। তাতে কী নাম থাকবে জগৎ প্রকাশ নাড্ডার ? এই প্রশ্ন, কারণ সোমবার হঠাৎ করেই রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। মাত্র ১২ দিন আগে গুজরাত থেকে রাজ্য সভায় গিয়েছিলেন নাড্ডা। তবে কী এবার লোকসভার ময়দানে নামতে চলেছেন ?
রাজনৈতিক মহলের এই প্রশ্নে এখনও কোনও উত্তর নেই বিজেপি শিবির থেকে। রাজ্যসভার সংসদীয় বুলেটিনে বলা হয়েছে, “হিমাচল প্রদেশের প্রতিনিধিত্বকারী রাজ্যসভার নির্বাচিত সদস্য জগৎ প্রকাশ নাড্ডা, তাঁর আসন থেকে পদত্যাগ করেছেন।
তবে যদি বুধবার বিজেপির দ্বিতীয় তালিকায় নাড্ডার নাম থাকে, তাতে অবাক হবে না রাজনৈতিক মহল। কারণ, অতীতেও বিজেপি সভাপতি হয়ে লোকসভার ময়দানে লড়াই করেছেন রাজনাথ সিং, অমিত শাহরা।