উত্তর-পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়বেন কানহাইয়া কুমার। রবিবার কংগ্রেসের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। দিল্লিতে মোট লোকসভা আসন ৭টি। গত লোকসভা নির্বাচনে সবকটি আসনেই জিতেছিল বিজেপি। এবার আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়েছে। ৪টি আসনে লড়ছে আম আদমি পার্টি। তিনটি আসনে লড়ছে কংগ্রেস।
কানহাইয়া ছাড়াও দিল্লিট চাঁদনি চক থেকে জে পি আগরওয়াল এবং উত্তর পশ্চিম দিল্লি থেকে সাংসদ উদিত রাজের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করেছে কংগ্রেস। কানহাইয়ার বিরুদ্ধে বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ মনোজ তিওয়ারি৷ দিল্লির বিদায়ী সাংসদদের মধ্যে একমাত্র মনোজকেই টিকিট দিয়েছে বিজেপি।
West Bengal Weather Update: কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা, আপাতত গরম থেকে রেহাই নেই!
গত লোকসভা নির্বাচনে বিহারের বেগুসরাই আসনে ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই-এর প্রার্থী ছিলেন কানহাইয়া। বড় ব্যবধানে পরাজিত হয়েছিলেন বিজেপির গিরিরাজ সিংয়ের কাছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা পরে দল বদলে যোগ দেন কংগ্রেসে। কিন্তু বেগুসরাই আসনটিতে ইন্ডিয়া জোটের শরিক হিসাবে সিপিআই-ই লড়াই করছে। এবার কানহাইয়াকে দিল্লিতে প্রার্থী করল কংগ্রেস।
পাঞ্জাবেও কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। জলন্ধর থেকে প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। এই রাজ্যে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট হয়নি।