অজয় দেবগনের (Ajay Devgn) 'হিন্দি রাষ্ট্রীয় ভাষা' সম্পর্কিত মন্তব্য নিয়ে বিতর্ক আর থামছে না । রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়েছেন এই বলি অভিনেতা । এবার তাঁর মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন কর্নাটকের (Karnataka) বিরোধী দলের নেতা-মন্ত্রীরাও । অজয় দেবগণের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন কর্নাটকের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী । হিন্দি (Hindi) কখনও ভারতের রাষ্ট্রীয় বা জাতীয় ভাষা নয় । এমনকী, অজয় দেবগনকে 'বিজেপির মুখপাত্র' বলে উল্লেখ করেছেন । এদিকে, অজয় দেবগনের মন্তব্যের নিন্দা করেছেন খোদ বিজেপি শাসিত কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রীও ।
কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, "সুদীপ যা বলেছেন, তা একেবারে যথাযথ । রাজ্য গঠনের পর প্রত্যেকটির নিজস্ব আঞ্চলিক ভাষা তৈরি হয়েছিল । সেই ভাষাগুলো নিজ নিজ রাজ্যে গুরুত্ব পেয়েছে । সুদীপ যা বলেছেন, তা সঠিক । আমাদের প্রত্যেকের তা সম্মান করা উচিত ।"
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া (Siddaramaiah) অজয় দেবগনের (Ajay Devgn) মন্তব্যের কড়া ভাষায় সমালোচনা করেছেন । বলছেন, হিন্দি কখনওই ভারতের রাষ্ট্রভাষা ছিল না । অন্যদিকে, জনতা দল (সেকুলার) নেতা এইচ ডি কুমারস্বামী (H D Kumaraswamy) অজয় দেবগনকে বিজেপির মুখপাত্র বলেছেন । তাঁর কথায়, "অজয় দেবগন বিজেপির হিন্দি জাতীয়তাবাদের মুখপাত্র হিসেবে কথা বলেছেন । এই জাতীয়তাবাদ এক দেশ, এক ট্যাক্স, এক ভাষা এবং এক সরকারের কথা বলে ।"
আরও পড়ুন, Karishma Kapoor : ফের বিয়ে করছেন করিশ্মা কাপুর ? অনুরাগীদের প্রশ্নের উত্তরে অভিনেত্রী যা বললেন...
ঘটনাটা আসলে কী ?
ঘটনার সূত্রপাত কন্নড় অভিনেতা সুদীপ সঞ্জীবের এক মন্তব্যকে কেন্দ্র করে । সম্প্রতি কন্নড় ছবি ‘কেজিএফ ২’-র সাফল্য প্রসঙ্গে সুদীপ মন্তব্য করেন, হিন্দি কখনওই আমাদের রাষ্ট্রভাষা নয় । তাঁর কথায়, "সবাই বলছে কন্নড় ইন্ডাস্ট্রিতে একটি সর্বভারতীয় ছবি তৈরি হয়েছে । আমি একটু সংশোধন করতে চাই । বলতে চাই, হিন্দি রাষ্ট্রভাষা নয় । তাছাড়া ওরাও (বলিউড) আজকাল সর্বভারতীয় ছবি তৈরি করছে । ওরা সাফল্য পাওয়ার জন্য তেলুগু, তামিলে ছবির ডাবিং করাচ্ছে । কিন্তু তাও লাভ হচ্ছে না । আজ আমরা যে ছবিগুলো তৈরি করছি সেগুলো সারা বিশ্বের দর্শক দেখছে ।"
কন্নড় অভিনেতার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার অজয় দেবগন টুইট করেন । সেখানে তিনি অভিনেতার উদ্দেশে লেখেন, যদি হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নাই হয়ে থাকে, তবে কেন তোমাদের মাতৃভাষায় বানানো ছবি হিন্দিতে ডাব করে মুক্তি পায় ? "হিন্দি আমাদের রাষ্ট্রভাষা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ।" অজয় দেবগণের এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে ।