২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে আরবিআই। ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা করতে হবে ২ হাজার টাকার নোট।২০০০ টাকার নতুন নোট আর ছাপানো হবে না। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোটের আদানপ্রদান করা যাবে। আপনার কাছে ২০০০ টাকার নোট থাকলে দ্রুত তা বদল করে নিন। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত বদলানো যাবে এই নোট।
২০১৮-১৯ সালেই এই নোট ছাপানো বন্ধ হয়েছিল, জানাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক।'ক্লিন নোট নীতি'-র মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
উল্লেখ্য, ২০১৬ সালে নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদীর সরকার। সে বার ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল। যা ঘিরে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। বিপাকে পড়েছিলেন বহু মানুষ। এই নিয়ে সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি। ৭ বছরের মাথায় এ বার ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হচ্ছে।