অন্য দিনের মতোই বাড়ির উঠোনে (Uttarakhand) কাজে ব্যস্ত ছিলেন বচুলী এবং পুষ্পা দেবী। নিজেদের মনে গল্প করছিলেন আর কাজ করছিলেন। আচমকাই ছন্দপতন। পিছন থেকে চুপিসারে বচুলীর উপর ঝাঁপিয়ে পড়ল চিতা বাঘ (leopard Attack)। ঘটনায় হতচকিত পুষ্পা দেবী বচুলীর দিকে কিছুটা এগোতেই বাঘটি তেড়ে গেল পুষ্পা দেবীর দিকে। ঝাঁপিয়ে পড়ল তাঁর উপর।
ততক্ষণে আরও আক্রমনাত্বক হয়ে উঠেছে বাঘটি। পুষ্পা দেবী প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করেছেন। তাঁর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসে তাঁর ছেলে সুমন। তিনি দেখেন, তাঁর মায়ের উপর ঝাঁপিয়ে পড়েছে চিতা। মাকে বাঁচাতে চিতা বাঘটিকে মারতে যান সুমন। এবার চিতা বাঘটি তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে।
আরও পড়ুন- পুরীর মন্দিরের গর্ভগৃহের ছবি ভাইরালের ঘটনায় গ্রেফতার বাংলাদেশী ইউটিউবার
এতক্ষণে সকলের চিৎকার পেয়ে ছুটে আসেন গ্রামবাসীরা। এরপর ভয় পেয়ে পালিয়ে যায় চিতাবাঘটি। কোনও রকমে প্রাণে বাঁচেন তিনজনই। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁদের সকলকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। বচুলী এবং পুষ্পা দেবী গুরুতর জখম হওয়ায় তাঁদের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দ্বারাহাট নগরের ভৌরা গ্রামে। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। বনদফতরের কর্মীদের খবর দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত চিতা বাঘটির হদিশ পাননি বনকর্মীরা।