একটা শহর দূষণে জেরবার। এতটাই জেরবার যে সেখানকার মানুষের গড় আয়ু কমে গিয়েছে ১২ বছর। এই শহরের নাম জানেন ? শুনলে আপনি নিজেও ভয় পেয়ে যাবেন। এই শহরের নাম ভারতের রাজধানী দিল্লি। সম্প্রতি মার্কিন এক বিশ্ববিদ্যালেয়র প্রকাশিত গবেষণায় এই দাবি করা হয়েছে।
গত কয়েক বছরে বেড়েছে দিল্লির দূষণের মাত্রা। বিশেষ করে অক্টোবর থেকে জানুয়ারি, এই সময় রাজধানীর মানুষের কার্যত নাভিশ্বাস উঠে যায়। ধোঁয়া আর দূষিত বায়ুর প্রভাবে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। মূলত উত্তর দিক থেকে পঞ্জাব এবং পূর্ব দিক থেকে উত্তরপ্রদেশ, এই দুই রাজ্যের ধোঁয়া দিল্লির মানুষের বুক ভরিয়ে দিচ্ছে।
আরও পড়ুন : হাসলেই খুশি হার্ট, কমবে ওষুধের প্রয়োজন, বলছেন বিজ্ঞানীরা
শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দাবি করা হয়েছে, এই দূষণের জেরে দিল্লির প্রায় দু কোটি মানুষের আয়ু একটু একটু করে কমে যাচ্ছে। গবেষকরা জানিয়েছেন, এই দূষণের জন্য দায়ী দিল্লির বাসিন্দারাই। যানবাহনের দূষিত ধোয়া থেকে নির্মাণকাজের ফলেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লি শহর। ওই গবেষণায় দাবি করা হয়েছে, সবমিলিয়ে রাজধানীর মানুষের আয়ু দিনের পর দিন কমছে। কিন্তু দূষণ কমছে না।