বেশ কয়েকদিন ধরেই লিওনেল মেসির (Lionel Messi) ক্লাববদলের জল্পনা চলছে । কিন্তু, পিএসজি (PSG) মেসির সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী । কিন্তু শর্ত একটাই । পিএসজির হয়ে খেলা চালিয়ে গেলে আর্জেন্টিনার হয়ে আর খেলতে পারবেন না মেসি । আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির (Lionel Messi have to retire) অবসর নেওয়ার বিষয়ে ইঙ্গিত দিতে চাইছে পিএসজি । কিন্তু,এখন প্রশ্ন মেসি কি শর্ত মেনে পিএসজিতেই থাকবেন, নাকি ক্লাব পরিবর্তন করে আর্জেন্টিনার (Argentina) হয়ে খেলা চালিয়ে যাবেন ?
প্রাক্তন ফুটবলার লুদোভিচ জিউলি বলছেন, মেসির একসঙ্গে ক্লাব ও দেশের হয়ে খেলা না চালিয়ে যাওয়ার উচিৎ । সব ম্যাচ তাঁর এখন খেলা সম্ভব হবে না । মাঝে মাঝে বিশ্রামেরও প্রয়োজন হয় । তাহলে ভাল খেলার ধারাবাহিকতা বজায় থাকে । তিনি বলেন," আর্জেন্টিনার হয়ে খেলা না কমালে সমস্যা হতে পারে। বার বার ফ্রান্স থেকে আর্জেন্টিনা গেলে ক্লান্ত হয়ে যেতে পারেন মেসি। একটা বয়সের পর লম্বা বিমানযাত্রার ক্লান্তি কাটিয়ে উঠতে সময় লাগে । " সেক্ষেত্রে মেসিকে পিএসজি-র হয়েই খেলার পরামর্শ দিচ্ছেন তিনি ।
আরও পড়ুন, T20 World Cup 2023: T20 বিশ্বকাপের সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই, অস্ট্রেলিয়ার সামনে পরীক্ষা ভারতের