জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে শুরু করল কেন্দ্র। ইউজিসি-র নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, এবার অনার্স-সহ স্নাতকের পড়াশোনা শেষ করতে ৪ বছর সময় লাগবে। না হলে স্নাতকের ডিগ্রি (Graduate Degree) পাবেন না পড়ুয়ারা।
এই জাতীয় শিক্ষানীতির কথা আগেই জানিয়েছিল ইউজিসি (UGC)। এবার সেই নীতি বাস্তবায়নের পথে হাঁটছে ইউজিসি। ইউজিসি জানিয়েছে, আগামী বছর থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। গোটা দেশজুড়ে স্নাতকের একটাই নিয়ম থাকবে। সব বিশ্ববিদ্যালয় সেই নীতিই মেনে চলবে। সোমবারই এই নতুন নিয়ম প্রকাশ করা হবে।
আরও পড়ুন: বিশ্বের সেরা ফুটবলারকে বেঞ্চে বসিয়ে রাখলেন কোচ! স্য়ান্টোসকে কটাক্ষ জর্জিনার
জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী, প্রত্যেক বছরের পড়াশোনা শেষ করার পর আলাদা শংসাপত্র দেওয়া হবে পড়ুয়াদের। কেন্দ্রের দাবি ছিল, পড়ুয়াদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কোনও পড়ুয়া মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়, তবে যেন নির্দিষ্ট শংসাপত্র পড়ুয়ার কাছে থাকে। এই শিক্ষানীতিতে বলা হয়েছেষ দুবছর পর ডিপ্লোমা পাবেন সংশ্লিষ্ট পড়ুয়া। ৪ বছরের শেষ স্নাতকের ডিগ্রি পাবেন।