ট্রেন চলাকালীনই মৃত্যু এক ব্যক্তির। তাঁর দেহ নিয়েই প্রায় ৬০০ কিলোমিটার চলল ট্রেন। ঘটনাটি ঘটেছে সম্পর্কক্রান্ত চেন্নাই-হজরত নিজামুদ্দিন এক্সপ্রেসে। জানা গিয়েছে, ওই ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁর বয়স ৩৬।
রেল পুলিশ সূত্রে খবর, চেন্নাইয়ে কাজ করতেন ওই ব্যক্তি। নিজামুদ্দিন থেকে চেন্নাইয়ের বান্দায় শ্যালকের কাছে যাচ্ছিলেন তিনি। ট্রেনেই মৃত্যু হয় তাঁর। সহযাত্রীরা, রেলে অভিযোগ করে ওই দেহ সরানোর অনুরোধ করে বলে অভিযোগ। কিন্তু ৬০০ কিলোমিটার পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
ঝাঁসি স্টেশন রেল পুলিশ এসে ওই দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে দেহটি।