একের পর এক নৃশংস ঘটনার সাক্ষী থাকছে রাজধানীর (Delhi) রাত।অভিযোগ, মঙ্গলবার রাতে দিল্লির রাস্তায় খুন হয়েছেন এক ক্যাব চালক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক শিউরে ওঠার মতো দৃশ্য। যেখানে দেখা যায়, একজন ক্যাব চালকের উপর হামলা চালায় দুষ্কৃতীর দল। তাঁর থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় গাড়ি। সে গাড়ি দিতে নারাজ হলে তাঁকে ২০০ মিটার হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। মাথায় আঘাত লেগে মৃত্যু হয় চালকের।
Unusual story: বাইকে অন্তরঙ্গ যুগলের ভিডিয়ো ভাইরাল, কত টাকা জরিমানা করা হল জানেন?
পুলিশ সূত্রে খবর , মৃত ক্যাব চালকের নাম বিজেন্দ্র , তিনি ফরিদাবাদের বাসিন্দা। দিল্লির মহিপালপুর এলাকায় তাঁর উপর আচমকা হামলা চালায় এক দল দুষ্কৃতী। রাস্তার পাশ থেকে পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। অভিযুক্তরা পলাতক।