ম্যাট্রিমোনিয়াল সাইটে মনের মানুষ খুঁজে নিয়েছিলেন গুজরাতের (Gujarat) পোরবন্দরের বাসিন্দা বিমল কারিয়া। অসমের গুয়াহাটির (Ghuwati) বাসিন্দা রীতা দাসকে (Rita Das) ধুমধাম করে কিছুদিনের মাথাতে বিয়েও করেন বিমল বাবু। কিন্তু বিয়ের মাত্র ৬ মাসের মধ্যেই মাথায় আকাশ ভেঙে পড়ে বিমল বাবুর। অপ্রিয় এক কঠিন সত্যি এই মুহূর্তে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে তাঁকে, তিনি হঠাৎ জানতে পারেন তাঁর স্ত্রী রীতা দাস একজন দাগী অপরাধী, পুলিশ তাঁকে খুঁজছে।
ম্যাট্রিমোনিয়াল সাইটে বিমল বাবু জানতে পেরেছিলেন, রীতা দাসের বিবাহ বিচ্ছেদের কথা। পরে মহিলার কাছে ডিভোর্সের কাগজপত্র চেয়েছিলেন তিনি, কিন্তু রীতা তা সুকৌশলে এড়িয়ে যান। পরে বাড়ির কাজে অসম যাবেন বলে আর গুজরাত ফেরেননি রীতা । পরে রীতার নাম একটি মামলা দায়ের হয়. তার নথি খতিয়েই বিমল বাবু জানতে পারেন তাঁর স্ত্রীয়ের আসল নাম রীতা দাস নয় চৌহান, এবং তিনি একজন দাগী অপরাধী।