এ যেন পুরো সিনেমা! দীর্ঘ এক বছর ধরে একটু একটু করে চলেছিল পরিকল্পনা। কীভাবে ব্যাঙ্ক থেকে টাকা সরানো যায়। সেই পরিকল্পনার 'সাফল্য' মিলল গত জুলাই মাসে। মুম্বইয়ের আইসিআইসিআই ব্যাঙ্কের একটি শাখা থেকে উধাও হল ১২ কোটি টাকা। অভিযুক্ত আলতাফ শেখকে ঘটনার দু'মাস বাদে গ্রেফতার করল পুলিশ। পরিচয় গোপন করতে নিজের রূপ সম্পূর্ণ বদলে ফেলেন তিনি! মুখ ঢেকে রাখতেন বোরখার আড়ালে। তবু শেষরক্ষা হল না। থানের মানপাডা এলাকার আইসিআইসিআই ব্যাঙ্কের কর্মী আলতাফ শেখের থেকে ইতিমধ্যেই চুরির ৯ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
ব্যাঙ্কের কাস্টোডিয়ান হিসেবে কাজ করতেন আলতাফ শেখ। তাঁর কাছের লকারের চাবি থাকত। বিগত এক বছর ধরে ব্যাঙ্কের সিস্টেমের সমস্ত নাড়ি-নক্ষত্র বের করে চুরির পরিকল্পনা করেন তিনি।
জানা গিয়েছে, ব্যাঙ্কের অ্য়ালার্ম সিস্টেম বন্ধ করে দেওয়া এবং সিসিটিভি বিকল করে দেওয়ার পর আলতাফ শেখ ব্যাঙ্কের ভল্ট খোলেন এবং টাকা ডাক্ট দিয়ে নীচে ফেলে দেন। পরে নীচে গিয়ে সেই টাকা সংগ্রহ করে নেয় সে। গোটা ঘটনাটি সামনে আসে যখন ব্যাঙ্ক কর্তৃপক্ষ দেখতে পায় যে ব্যাঙ্কের সিকিউরিটি মানি বাবদ রাখা টাকা উধাও।