৫ দিনের ইডি হেফাজতের পর এবার ১৪ দিনের জেল হেফাজত মনীশ কোঠারির। সোমবার রাউস অ্যাভেনিউ আদালতে তোলা হলে তাঁকে তিহাড় জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আদালতের নির্দেশের পর একান্তে স্বামীর সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁর স্ত্রীকে। তবে এদিন ইডি মনীশকে আর তাঁদের হেফাজতে নেওয়ার দাবি করেনি। তবে জামিন পেলে অনুব্রতর হিসাবরক্ষক তদন্তকে প্রভাবিত করতে পারে বলে আদালতে জানান ইডির আইনজীবী। অন্যদিকে, মনীশের জামিন চেয়ে আদালতে আর্জি জানান তাঁর আইনজীবী। দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর মনীশকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
গত ১৪ মার্চ মঙ্গলবার রাতে দিল্লিতে তাঁকে গ্রেফতার করা হয়। দীর্ঘ জেরার পর সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে দাবি করা হয়েছে, এদিন অনুব্রতর মুখোমুখি বসিয়েই জেরা করা হয় মণীশকে। তাঁর বয়ানে অনেক অসঙ্গতি পাওয়া গিয়েছে বলেই ইডি সূত্রে দাবি।
আরও পড়ুন- Adhir Chowdhury: 'দিদি ও মোদী চুক্তি করেছেন', তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ অধীর চৌধুরীর