তিহার জেলের ৭০০ জন বন্দি কাজ করছেন হোটেলে। আরও ১২০০ জন বন্দি হাসপাতালে কাজ করার প্রশিক্ষণ নিচ্ছেন। দ্রুতই তাঁরাও কাজে যোগ দেবেন। তিহারের ডিরেক্টর জেনারেল সঞ্জয় বানিওয়াল এই কথা জানিয়েছেন।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিহারের কারাকর্তা জানান, যে বন্দিরা তাঁদের মেয়াদ শেষ হওয়ার পর কাজে যোগ দিচ্ছেন, তাঁদের জন্য তিনি অত্যন্ত খুশি। সঞ্জয় আগে চণ্ডীগড়ের ডিজিপি ছিলেন, ২০২২ সালের নভেম্বর থেকে তিহার ডিজি হিসাবে কাজ করছেন।
কারাগারের ভিতরে শুরু হয়েছে বন্দিদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি৷ কয়েদিদের প্রশিক্ষণের জন্য কারাগারের অভ্যন্তরে একটি পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। পাশাপাশি কয়েদিদের আধ্যাত্মিকতা কোর্স, ধ্যান এবং ব্যায়াম করানো হয়। তিহারের কারাকর্তা জানান, তিনি আফটার রিলিজ কেয়ার সেন্টার তৈরির পরিকল্পনা করছেন।