শুক্রবারই পশ্চিম দিল্লির মুন্দকা মেট্রো স্টেশনের সামনের একটি বহুতলে বিধ্বংসী আগুন লেগে গিয়েছিল। শনিবার ফের বিধ্বংসী আগুন! এবার অমৃতসরের গুরু নানক হাসপাতালে। শনিবার সকালে ওই হাসপাতালে আগুন লাগে বলে সূত্রের খবর। এই ঘটনায় হতাহতের খবর মেলেনি। দমকল সূত্রে জানানো হয়, সকাল ৬টা নাগাদ অমৃতসরের গুরু নানক হাসপাতালের রেকর্ড রুমে আগুন লাগে। হাসপাতালে মে়ডিকেল সুপারিন্টেন্ডেন্টের পাশের ঘরটিই রেকর্ড রুম। তা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালের রোগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। এই ঘটনায় হতাহতের খবর পাওয়া না গেলেও ওই রেকর্ড রুমের যাবতীয় নথিপত্র ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে রোগীরা ব্যাপক আতঙ্কিত। তাঁদের সকলকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।