আপত্তি ছিল তাঁর দোকানের সামনে কোনও রাজনৈতিক দলের প্রচারমূলক ফেস্টুন লাগানো যাবে না। প্রতিবাদ করতেই কপালে জুটল মারের সঙ্গে অকথ্য গালিগালাজ। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। অভিযোগ রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার বিরুদ্ধে। গত ২৮ অগাস্টের এই ঘটনার ভিডিও এখন ভাইরাল। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। যদিও ৩১ অগাস্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এখনও পর্যন্ত একজন এমএসএন নেতাকে চিহ্নিত করা হয়েছে।
৮০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গিয়েছে। মুম্বইয়ের মুম্বা দেবী এলাকায় প্রচার তোরণ লাগাচ্ছিলেন এমএনএস কর্মীরা। একই এলাকায় ওষুধের দোকান প্রকাশ দেবীর। অভিযোগ, তোরণের একটি পা তাঁর দোকানের সামনেই বসানোর চেষ্টা করছিলেন এমএনএস কর্মীরা। প্রকাশ তাতে বাধা দেন। আর বাধা পেয়েই ক্ষিপ্ত হয়ে ওঠেন এমএনএস নেতা-কর্মীরা। চলে বেধড়ক মারধর। সেই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ। এক সময় মারের চোটে প্রকাশ রাস্তায় পড়ে যান। তাতেও থামেনি লাথি, চড়, ঘুসি। রাস্তা দিয়ে সেই সময় অনেকেই হেঁটে চলে যান। কেউ ভ্রূক্ষেপ পর্যন্ত করেননি।
রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম নয়। এরআগেও মুম্বই ও মহারাষ্ট্রের একাধিক অঞ্চল থেকে এমএসএন কর্মীর বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ উঠেছে।