মোনালিসা। লিওনার্দো দা ভিঞ্চির এই বিখ্যাত ছবি। বিশ্বের অমূল্য ছবিগুলির মধ্যে এটি অন্যতম। এই মাস্টারপিস আর্টকে নিয়ে কাটাছেঁড়া হয়েছে যেমন, তেমনই হয়েছে প্যারোডি। এবার মোনালিসা ছবি নিয়ে ভারতীয় প্যারোডি উঠে এল টুইটারে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
মোনালিসা প্যারোডির ইন্ডিয়ান ভার্সন প্রথম শুরু হয় 'লিসা মউসি'-সাউথ দিল্লি- এই মিম থেকেই। এরপর সোশ্যাল মিডিয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। মোনালিসা যদি ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা হতেন, তা হলে কেমন দেখতে হত তাঁকে! কী নামেই বা ডাকতেন স্থানীয়রা! এই নিয়েই শুরু হয় প্রতিযোগিতা। মারাঠি, তামিল, বাঙালি, গুজরাতি, বিহারি, মালয়ালি- সব প্রদেশের মোনালিসার ছবিতে ভরে ওঠে নেটমাধ্যম।
আরও পড়ুন: বৃদ্ধ বাবাকে বেধড়ক মার ছেলের, ভাইরাল হল রাজস্থানের ভিডিও
মোনালিসাকে নিয়ে মিম আগেও হয়েছে। দেশে-বিদেশে উঠে এসেছে একাধিক মজার কন্টেন্ট। কিন্তু ভারতের মধ্যে একাধিক রাজ্যের পোশাকে মোনালিসার এত ভিন্ন রূপ এর আগে বোধ হয় দেখা যায়নি।