দেশের নানা প্রান্তে বিক্ষোভ। কেন্দ্রীয় প্রকল্প বাতিলের দাবিতে দিল্লিতে কংগ্রেসের সত্যাগ্রহ। যৌথ সাংবাদিক বৈঠক করে সেনার বিবৃতি। এসবের মধ্যেই অগ্নিপথ নিয়ে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবারও প্রধানমন্ত্রীর নিশানা সেই বিরোধীরাই। তাঁর বক্তব্য, সবকিছুতেই রাজনীতি রং লাগে। এটাই এই দেশের দুভার্গ্য। দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি জানান, এটা নতুন ভারত। এই ভারত সমস্যার সমাধান করতে পারে, নতুন অঙ্গীকার করতে জানে। আর সেই অঙ্গীকার পূর্ণ করতে সব রকম ভাবে উদ্যোগী হয়।
গত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় প্রকল্প অগ্নিপথের বিরোধিতায় দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের আগুন জ্বলেছে। তেলেঙ্গনায় বিক্ষোভ দেখাতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুধু বিহারেই রেলের ক্ষতি হয়েছে ৭০০ কোটি টাকা। ইতিমধ্যেই কেন্দ্রের এই প্রকল্পকে দিশাহীন বলেই উল্লেখ করেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। তারপরেও কার্যত অগ্নি বার্তাতেই প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন এই প্রকল্প থেকে কোনও ভাবেই সরছে না কেন্দ্র। কারণ, নতুন ভারত গড়তে তিনি উদ্যোগী। আর নতুন ভারতের গায়ে কোনও রাজনীতির রং তিনি লাগতে দেবেন না।
এদিন দিল্লির প্রগতি ময়দানে এক অনুষ্টানে অগ্নিপথ নিয়ে বিরোধীদের খোঁচা দেন প্রধানমন্ত্রী। বুঝিয়ে দেন এই প্রকল্প বাস্তবায়নের ব্য়াপারে তাঁর সরকার অনড়। রাজনৈতিক মহলের মতে, কৃষি আইন প্রত্যাহারের পিছনে অনেক রাজনৈতিক বাধ্য়বদকতা ছিল। বিশেষ করে উত্তরপ্রদেশের ভোটকে মাথায় রেখে কৃষি আইন থেকে পিছু হটতে হয়েছিল সরকারকে। কিন্তু অগ্নিপথ নিয়ে সেই বাধ্য়বদকতা নেই। আর সরকার যে এই প্রকল্প রূপায়ণে অনড়, তা ইতিমধ্যেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ, দু দফায় নিয়ম শিথিল করা হয়েছে। এবং সর্বপরি সেনা বিবৃতিতে দিয়ে জানিয়েছে, তরুণদের জন্যই ভারতীয় সেনা।