Navjot Singh Sidhu : জেলে কয়েদী নম্বরই এখন সিধুর পরিচয়, প্রতিদিন কাজ করার জন্য পাবেন ৯০ টাকা মজুরি !

Updated : May 21, 2022 09:13
|
Editorji News Desk

তিন দশকের পুরনো খুনের মামলায় দোষী সাব্য়স্ত হয়েছেন কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধু (Navjot Singh Sidhu)। আগামী একবছর তাঁর ঠিকানা পাতিয়ালার জেল (Patiala Jail) । শুক্রবার সিধু পাতিয়ালায় আত্মসমর্পণ করেন । এরপর তাঁর শারীরিক কিছু পরীক্ষার জন্য তাঁকে মাতা কৌশল্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁকে পাতিয়ালার জেলে নিয়ে যাওয়া হয়েছে ।

জেলে সিধুর জন্য কোনও ভিআইপি (VIP treatment) ব্যবস্থা থাকছে না । সবসময় যেখানে রঙিন পোশাকে রঙিন থাকতে দেখা গিয়েছে সিধুকে, সেখানে এখন জেলের সাদা পোশাক পরেই তাঁকে থাকতে হবে । প্রত্যেক বন্দীর মতোই কয়েদী নম্বর দেওয়া হবে তাঁকে । আগামী একবছর জেলে এই নম্বরই হবে তাঁর পরিচয় । তাঁকে কাজ করতে হবে, সাধারণ বন্দীদের মতো জীবনযাপন করতে হবে । কোনও ভিআইপি চিকিৎসা পাবেন না । কাজ করার জন্য প্রত্যেক বন্দীকে দৈনিক ৯০ টাকা দেওয়া হয় । কংগ্রেস নেতার ক্ষেত্রেও একই নিয়ম । তবে, নতুন বন্দীর ক্ষেত্রে এক থেকে তিন মাস প্রশিক্ষণ দেওয়া হয় । এই সময় তাদের মজুরি দেওয়া হয় না ।z

আরও পড়ুন, Navjot Singh Sidhu:তিন দশকের পুরনো খুনের মামলায় সিধুর জেল, রায় সুপ্রিম কোর্টের
 

নভজ্যোত সিং সিধুর মিডিয়া উপদেষ্টা সুরিন্দর ডাল্লা জানিয়েছেন, নভজ্যোত সিং সিধু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করেছেন । জেলে সিধুর কোনও ভিআইপি চিকিৎসার প্রয়োজন নেই । শুধু একজন খেলোয়াড় হিসাবে তাঁর স্বাস্থ্য এবং খাদ্যের যত্ন নেওয়া প্রয়োজন । তাঁর 'জিতেগা পাঞ্জাব টিম' সিধুর জন্য সারা বছর অপেক্ষা করবে।

উল্লেখ্য, ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর পাতিয়ালায় রাস্তার পাশে গাড়ি রাখা নিয়ে বচসার জেরে এক ব্য়ক্তিকে খুন করার অভিযোগ ওঠে নভজ্যোৎ সিং সিধুর বিরুদ্ধে । পাতিয়ালার শেরানওয়ালা গেট ক্রসিংয়ের কাছে ঘটনাটি ঘটে । গাড়ি পার্ক করা নিয়ে কথা কাটাকাটির জেরে গুরুনাম সিং নামে এক ব্যক্তিকে মারধর করেন । এর জেরে তাঁর মৃত্যু হয় । ওই ঘটনায় সিধুর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয় । ১৯৯৯ সালে পাতিয়ালা ট্রায়াল কোর্টের তরফে উপযুক্ত প্রমাণের অভাবে হত্যার অভিযোগ থেকে সিধুকে মুক্তি দেওয়া হয় । কিন্তু নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গুরুনামের পরিবারের তরফে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে মামলা দায়ের করা হয় । হাই কোর্ট সিধুকে দোষী সাব্যস্ত করে তিন বছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা ধার্য করে ।

হাই কোর্টের এই রায়কে চ্য়ালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান সিধু । সেখানে এতদিন ধরে মামলাটি চলছিল । বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে সিধুকে দোষী সাব্যস্ত করে এক বছরের জন্য সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে ।

Navjot Singh SidhuPatialaSupreme CourtRoad Rage Case

Recommended For You

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট
editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক

editorji | ভারত

Maha Kumbh 2025 : শিবরাত্রিতে অমৃত স্নান, সাড়ে ৬৫ কোটি মানুষের মিলনে সম্পন্ন এবারের কুম্ভ মেলা

editorji | ভারত

Rekha Gupta : রামলীলা থেকে নয়া শপথ, দিল্লিতে এবার রেখার রাজত্ব