রবিবার এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। মৃত্যু পরবর্তী তদন্তে সামনে আসে, গাড়ির পেছনের আসনে বসে থাকা সাইরাসের সিটবেল্ট বাঁধা ছিল না। সে কারণেই আঘাত বেশি গুরুতর ছিল। এর পর পরই সিটবেল্টের বিষয়ে নতুন করে ভাবছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, গাড়ির পেছনের আসনে বসলেও এবার থেকে সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্র। এই সংক্রান্ত নির্দেশিকা জারি হবে দিন তিনেকের মধ্যেই।
ইতিমধ্যে গাড়ির পেছনে বসা আরোহীদের সিটবেল্ট না বাঁধলে ১০০০ টাকা জরিমানার নিয়ম আগে থেকেই রয়েছে। কিন্তু তা যথেষ্ট কড়া না হওয়ায় প্রায়শই পেছনের আসনে বসা যাত্রীরা সিটবেল্ট পরেন না। গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলোর সঙ্গে ইতিমধ্যে সিটবেল্ট বিপ ব্যবস্থা নিয়ে কথাবার্তা শুরু হয়েছে কেন্দ্রের।
Asia Cup: শ্রীলঙ্কার কাছে হার, এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার মুখে ভারত
সম্প্রতি, একটি পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছরে শুধু মহারাষ্ট্রেই সড়ক দুর্ঘটনায় ৫৯,০০০ মৃত্যু হয়েছে, জখম হয়েছেন ৮০,০০০ মানুষ।