আসন্ন লোকসভা ভোটের আগে বিহারে ফের রাজনৈতিক পট পরিবর্তন। মহাজোটের মুখ্যমন্ত্রীর পদ থেকে রবিবার ইস্তাফা দিলেন সংযুক্ত জনতা দলের নেতা নীতীশ কুমার। এদিন পাটনায় রাজ্যপালের কাছে গিয়ে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের দাবি, এদিনই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের ফের হাত ধরছেন তিনি। ফলে এনডিএ-এর মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর শপথ স্রেফ সময়ের অপেক্ষা। কারণ, ইতিমধ্যেই বিহারে নতুন সরকার গঠনের দাবিও রাজ্যপালের কাছে জানিয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিক।
রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দেওয়ার আগে পাটনার অ্যানে মার্গের বাড়িতে দলীয় বৈঠক ডাকেন নীতীশ। সেখানে মহাজোট থেকে বেরিয়ে আসার সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরপরই রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দেন তিনি। ইস্তাফা দিয়ে নীতীশের অভিযোগ, কোনও কিছুই ঠিক চলছিল না। তাই তিনি পদত্যাগ করেছেন।
রাজনৈতিক মহলের দাবি, নীতীশের এই ইস্তফায় লোকসভা ভোটের আগেই ভেঙে গেল ইন্ডিয়া জোট। কারণ, গত বছর কলকাতায় প্রথম বিরোধী জোট তৈরির সলতে পাকানোর কাজ শুরু করেছিলেন নীতীশই। পাটনায় প্রথম বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।