মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন নীতীশ কুমার (Neetish Kumar)। অষ্টমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জেডিইউ-এর বিধায়ক নীতীশ। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন আরজেডি নেতা তেজস্বী যাদবও (Tejaswi Yadav)। এদিন নীতীশ কুমারকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ফাগু চৌহান। শপথগ্রহণের পর সংবাদমাধ্যমের সামনে লোকসভা নির্বাচনে দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে বিরোধী জোটের বার্তা দিলেন নীতীশ কুমার।
এদিন দুপুর ২টো নাগাদ রাজভবনে পৌঁছন নীতীশ কুমার ও তেজস্বী যাদব। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সংবাদমাধ্যমে মুখ খোলেন নীতীশ। তিনি বলেন, "২০১৪ সালে যারা জিতেছিল, তারা কি ২০২৪ সালে জিতবে! আমি চাই, ২০২৪ সালে দেশের সব বিরোধী একত্রিত হোক। আমি কোনও প্রধানমন্ত্রী পদের দাবিদার নই।"
আরও পড়ুন: হাতিয়ার অসুস্থতা, সিবিআইয়ের হুঁশিয়ারি এড়াতে ১৪ দিন সময় চাইলেন অনুব্রত
মহাগঠবন্ধনের সব কটি দল মিলিয়ে মোট ১৬৪টি বিধায়কের সমর্থন আছে বলে সোমবার দাবি করেছিলেন নীতীশ। আরজেডির পক্ষ থেকে মঙ্গলবার রাতেই জানিয়ে দেওয়া হয়, নীতীশই মুখ্যমন্ত্রী থাকবেন। আরজেডি নেতা তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী হবেন।