দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাস (Coronavirus) প্রজাতি ওমিক্রন (Omicron) প্রতিরোধে একটি প্রতিষেধক বাজারে আনতে চলেছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (Serum Institute oF India) । আগামী ছয় মাসের মধ্যে বাজারে এমন প্রতিষেধক আসতে পারে বলে জানিয়েছেন সেরামের কর্ণধার আদর পুনাওয়ালা (Adar Poonawalla) । প্রতিষেধকটি এই মুহূর্তে প্রস্তুতির পর্যায়ে রয়েছে । আমেরিকার টিকা প্রস্তুতকারক সংস্থা নোভাভ্যাক্সের সঙ্গে যৌথভাবে এই প্রতিষেধক (Omicron Vaccine) তৈরি করা হচ্ছে ।
সম্প্রতি, দেশের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী । বেশ কয়েকটি রাজ্যের করোনা চিত্র বেশ উদ্বেগের । এই বিষয়ে পুনাওয়ালা বলেন,ওমিক্রনের উপসর্গ মোটেই মৃদু নয় এবং তা ফ্লুয়ের মতোই ছড়িয়ে পড়ছে । শুধুমাত্র ওমিক্রন রূপের জন্যই একটি প্রতিষেধক তৈরি করা জরুরি । তাঁর কথায়, এই প্রতিষেধককে বুস্টার হিসাবে জরুরি মনে করা উচিত । পুনাওয়ালা জানান, এই প্রতিষেধক কবে ভারতের বাজারে কবে আসবে, তা সম্পূর্ণ নির্ভর করছে সরকারি ছাড়পত্র কবে মিলবে, তার উপর । এই প্রতিষেধকের জন্য ভারতে আলাদা ভাবে ক্লিনিক্যাল ট্রায়াল জরুরি কি না, সেই সম্পর্কে অবগত নন সেরাম কর্তা ।
আরও পড়ুন, West Bengal Covid Update: স্বাধীনতার দিনেই স্বস্তি, করোনায় ফের মৃত্যু শূন্য বাংলা, দ্বিতীয় কলকাতা
উল্লেখ্য, সম্প্রতি, আমেরিকার আর এক ওষুধ প্রস্তুতকারক সংস্থা মডার্না তাদের টিকা আরও উন্নত করেছে । সেই টিকা ব্যবহারে ছাড়পত্রও দিয়েছে ব্রিটেন । জানা গিয়েছে, ওই প্রতিষেধক ওমিক্রনকে আটকানোর পাশাপাশি করোনাভাইরাসের আগের প্রজাতিগুলির বিরুদ্ধেও লড়াই করার ক্ষমতা রাখবে ।