ফের কেরলে মাঙ্কি পক্স (Monkeypox) আক্রান্তের সন্ধান মিলেছে । এই নিয়ে কেরলে (Kerala) দু'জন এই ভাইরাসে আক্রান্ত। আর এর জেরে এবার কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত বিমানবন্দর এবং বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করল। সরকারের পক্ষ থেকে জানান হয়েছে, বিদেশ ফেরত যাত্রীদের এখন থেকে স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। মাঙ্কি পক্সের সংক্রমণ রুখতে এই সতর্কতা মূলক ব্যাবস্থা নেওয়া হয়েছে। দেশের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক মাঙ্কি পক্স নিয়ে যে নির্দেশিকা জারি করেছে তা সকলকে মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে।
স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের আঞ্চলিক দফতরের প্রধানরা , বিমানবন্দর এবং বন্দরের স্বাস্থ্য আধিকারিকরা সোমবার মাঙ্কি পক্স সংক্রমণ নিয়ে একটি বৈঠক করেন, এই বৈঠকের পরই কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আরও পড়ুন: প্রয়োজনের তুলনায় বেশি ঘুমোচ্ছেন ? সাবধান, বড় রোগ ডেকে আনছেন না তো ?
সোমবার কেরলে মাঙ্কিপক্সে দ্বিতীয় আক্রান্তের সন্ধান মিলেছে। কন্নুরের পারিয়ারাম মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন তিনি। আক্রান্তের বয়েস ৩১ বছর। জানা গিয়েছে, তাঁর অবস্থা আপাতত স্থিতিশিল। এর আগে কেরলে আরব আমিরশাহি ফেরত আরও এক ব্যক্তি মাঙ্কি পক্সে আক্রান্ত হন।