চিরাচরিত প্রথা মেনেই প্রজাতন্ত্র দিবসের আগের দিন অর্থাৎ বুধবার পদ্মসম্মান প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার । এ বছর মোট ১০৬ জনকে পদ্মসম্মান দেওয়া হচ্ছে । পদ্মবিভূষণ পাচ্ছেন ৬ জন । ৯ জন পাচ্ছেন পদ্মভূষণ । ৯১ জনকে দেওয়া হচ্ছে পদ্মশ্রী সম্মান । এবছর মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব । এছাড়াও রয়েছেন বাঙালি চিকিৎসক তথা ওআরএসের উদ্ভাবক দিলীপ মহলানবিশ ।
পদ্মবিভূষণ পাচ্ছেন তবলা বাদক জাকির হুসেন, গণিতজ্ঞ শ্রীনিবাস বর্ধন । পদ্মভূষণে সম্মানিত করা হচ্ছে লেখিকা তথা সমাজকর্মী সুধা মূর্তিূ, শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লা-সহ মোট ৯জনকে । মরণোত্তর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন রাকেশ ঝুনঝুনওয়ালা । এছাড়া, রবীনা ট্যান্ডন, এম এম কিরাভানি-সহ মোট ৯১ জনকে পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে ।
সাধারণত, প্রতি বছর মার্চ বা এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে ঘোষিত পদ্মসম্মান অনুষ্ঠিত হয় । রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার তুলে নেন বিভিন্ন ক্ষেত্রের রথী-মহারথীরা ।