ইরানকে পাল্টা হামলা ফিরিয়ে দিল পাকিস্তান। বালুচিস্তানের পাল্টা হিসাবে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে একাধিক পাক সংবাদমাধ্যমের দাবি। এই ঘটনায় চার জন শিশু এবং তিন জন মহিলার মৃত্যু হয়েছে বলেও দাবি করা হয়েছে।
মঙ্গলবারই পাকিস্তানের উপর হামলার কথা স্বীকার করেছিল তেহরান। ওই হামলার লক্ষ্য ছিল জঙ্গি সংগঠন জইশ আল অদলের ঘাঁটি ধ্বংস করা। সেই হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে এবং তিন জন আহত হয়েছেন বলেও পাকিস্তানের দাবি।
এরআগে ইজরায়েলি গুপ্তচর সংস্থার দফতরেও মিসাইল হামলা চালায় ইরান। তারপরেই হামলা হয়েছে পাকিস্তানের মাটিতে। এই ঘটনার পরেই ইরানকে হুমকি দিয়েছিল ইসলামাবাদ। তার ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা হামলা চালানো হল বলে দাবি করল পাক সংবাদমাধ্যমের।