রবিবার ভারত-পাক সীমান্তে উদ্ধার পাকিস্তানি ড্রোন। গুলি করে নামানো হয় ড্রোনটি। যার মধ্যে সাতটি স্টিকি বোমা ও অনেকগুলি গ্রেনেড লঞ্চার ছিল। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায়। রবিবার সীমান্ত পেরোতেই ড্রোনটি গুলি করে নামান পুলিশের একটি দল। ঘটনার পরই দক্ষিণ কাশ্মীরে অমরনাথ যাত্রার নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
রবিবার সকালে তালি হরিয়া চক এলাকায় পুলিশের একটি দল প্রথম ওই ড্রোনের গতিবিধি দেখতে পায়। সীমান্ত পেরোতেই গুলি করে ড্রোনটি নামান তাঁরা। জম্মু পুলিশের ADG মুকেশ সিং জানান, গুলি লাগার পরই ড্রোনটি মাটিতে এসে পড়ে। খবর দেওয়া হয় বোম স্কয়্যাডকে। ওই ড্রোনের মধ্যে সাতটি স্টিকি বোমা ও সাতটি গ্রেনেড লঞ্চার উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: অস্ত্র রিজার্ভ ব্য়াঙ্কের হিসাব, জাল নোট নিয়ে মোদীকে বিধলেন ডেরেক
৩০ জুন থেকে দুটি রুটে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। এই ঘটনার পর ওই যাত্রায় তীর্থযাত্রীদের সুরক্ষার জন্য নিরাপত্তা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে।