দিল্লিগামী আন্তর্জাতিক উড়ানে (Flight) মাঝ আকাশে অসুস্থ যাত্রী । কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) জরুরি অবতরণ করানো হয় ওই বিমান । সঙ্গে সঙ্গে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয় ওই যাত্রীকে । কিন্তু, শেষরক্ষা হয়নি । বুধবার রাতেই মৃত্যু হয়েছে তাঁর (Delhi Passenger Died in Kolkata) ।
জানা গিয়েছে, সিডনি থেকে দিল্লি যাচ্ছিল ওই বিমান । বিমানবন্দর সূত্র মারফত খবর,বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমান AI 301 সিডনি থেকে ১৫৯ জন যাত্রী এবং ৯ জন কেবিন ক্রু কে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয় । বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ বছর পঞ্চাশের কুলদীপ সিং রায় নামে ওই যাত্রী অসুস্থ বোধ করতে শুরু করেন । জানা গিয়েছে, শ্বাসকষ্ট জনিত সমস্যা হচ্ছিল তাঁর । এরপরই ৪টে ৫০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে । ওই যাত্রীকে নিচে নামিয়ে নিয়ে আসা হয় । মেডিক্যাল টিম প্রাথমিক চিকিৎসা করার পর তাঁকে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করে । এরপর ৫টা ২০ মিনিট নাগাদ দিল্লির উদ্দেশে বিমানটি উড়ে যায় বলে খবর ।
আরও পড়ুন, Steel glass in rectum: মলদ্বারে গ্লাস ঢুকিয়ে দিয়েছিল বন্ধুরা, ১০ দিন বাদে পেট কেটে বেরোল সেই গ্লাস
হাসপাতাল সূত্রে খবর, ওই যাত্রীর শ্বাসকষ্টের সমস্যা ছিল । রক্তচাপ কম ছিল । এর ফলে অক্সিজেন দেওয়া হয় তাঁকে । বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয় । কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তাঁর । বুধবার রাতেই কুলদীপের মৃত্যু হয় ।