ঠিক ২ দিন বাদেই তাঁর (Netaji Birthday) ১২৫-তম জন্মবার্ষিকী । তার আগেই, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi annonced Netaji statue at India Gate) ইন্ডিয়া গেটে গ্র্যানাইটের তৈরি নেতাজিমূর্তি স্থাপন করার কথা ঘোষণা করলেন।
শুক্রবার একটি টুইট করে এই কথা জানান প্রধানমন্ত্রী। টুইটটির সঙ্গে দেওয়া ছিল প্রস্তাবিত নেতাজি মূর্তির (Netaji Statue at India Gate) একটি ছবিও।
জানা গিয়েছে, যতদিন না ইন্ডিয়া গেটের নির্দিষ্ট স্থানটিতে নেতাজি মূ্র্তি (Netaji Statue at India Gate) স্থাপন করা হচ্ছে, ততদিন সেই জায়গায় নেতাজির মূর্তির একটি হলোগ্রাম রাখা থাকবে। আগামী ২৩ জানুয়ারি তার সেই হলোগ্রামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।