রুশ (Russia)-ইউক্রেন (Ukraine) যুদ্ধের (War) মাঝে ফের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির (Volodymyr Zelenskyy) সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সংবাদসংস্থা এএনআইয়ের (Ani) খবর, প্রায় ৩৫ মিনিট কথা হয়েছে দু'দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে।
বিদেশমন্ত্রক সূত্রে খবর, মোদী-জেলেনস্কির এই বৈঠকে ইউক্রেন নিয়েও আলোচনা হয়েছে। এমনকী, এই যুদ্ধের মধ্যেও রাশিয়ার সঙ্গে যে ভাবে ইউক্রেন আলোচনা চালানোর প্রস্তাব দিচ্ছে, সেই ব্যাপারে জেলেনস্কির প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
আরও পড়ুন : প্যালেস্টাইনে ভারতীয় রাষ্ট্রদূতের অস্বাভাবিক মৃত্যু, শোক প্রকাশ বিদেশমন্ত্রকের
রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার কথা বললেন দুই রাষ্ট্রনেতা। বিদেশমন্ত্রক সূত্রে খবর, যুদ্ধ বিধস্ত অঞ্চল থেকে যে ভাবে ভারতীয়দের উদ্ধারে ইউক্রেন সরকার দিল্লির পাশে দাঁড়িয়েছে, তারজন্য ইউক্রেনের প্রেসিডেন্টেকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী।